'কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
সভায় জানানো হয়, বিশ্বে বাংলাদেশ এখন ইলিশ মাছ উৎপাদনে প্রথম, অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন এবং ধান উৎপাদন ও শাকসব্জি উৎপাদনে তৃতীয়, চা উৎপাদনে চতুর্থ, আম ও আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম স্হানে রয়েছে।
-বাবু/এ.এস