সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মসজিদ-ঈদগাহ অক্ষুন্ন রেখে
আশুগঞ্জ-আগরতলা ফোরলেন সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৩:৩৬ PM
আশুগঞ্জ আগরতলা ফোরলেন সড়ক ও আখাউড়া আগরতলা সড়কের সংযোগস্থল পূর্ব দিকে সরিয়ে নির্মাণ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। রোববার (১৬ অক্টোবর) সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর ঈদগাহ ময়দান ও বঙ্গেরচর জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা দাবি করেন আশুগঞ্জ আগরতলা ফোর লেন সড়ক আইনমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আনিসুল হক এমপির উদ্যেগে ও নকশা পরিবর্তন করা হয়েছিলো এতে হাজারো পরিবারের ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসাসহ বহু পুরাতন কবরস্থান রক্ষা পেয়েছে এতে সরকারের কয়েকশো কোটি টাকা সাশ্রয় হয়েছে। বর্তমানে মসজিদ ও ঈদগাহ ময়দানের বাম পাশ ঘেঁষে ফোরলেন সড়কটি আগরতলার দিকে অগ্রসর হচ্ছে আগরতলা সড়ক প্রশস্তকরণের জন্য রাস্তা সোজাসুজি না রেখে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে ও প্ররোচনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জাজি নদীর বেইলী ব্রিজ ডানে বাঁকা করে ঈদগা ও মসজিদকে লক্ষ্য করে উভয় সড়কের সংযোগস্থল করার অশুভ পায়তারা চালাচ্ছে বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন আখাউড়া আগরতলা সড়কটি সোজাসুজি করলে স্বাভাবিকভাবে সংযোগস্থল সামান্য পূর্বদিকে সরে আসবে আর এতে ঈদগাহ্ ময়দান ও মসজিদ রক্ষা পাবে এবং উভয় সড়ক সঠিকভাবে নির্মিত হবে বলেও জানিয়েছেন তারা। এ দাবিতে গত ২৪ সেপ্টেম্বর আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিকট পরবর্তীতে  আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আনিসুল হকের কাছে প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ধলেশ্বর ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ও বঙ্গের চর জামে মসজিদের দাতা প্রতিনিধি অ্যাডভোকেট আকছির এম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. সামসুল হক সভাপতি বঙ্গেরচর জামে মসজিদ, 

মো. ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক ধলেশ্বর ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি, মো. ইদ্রিস মিয়া সহ-সাধারণ সম্পাদক ধলেশ্বর ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি, মো. সাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক বঙ্গেরচর জামে মসজিদ পরিচালনা কমিটি, মো. বদরুল আমিন মোল্লা কোষাধ্যক্ষ ধলেশ্বর ময়দান পরিচালনা কমিটি। এসময় স্থানীয় তিন শতাধিক গণমানুষের স্বাক্ষর স্মারকলিপিতে সংযুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন মানববন্ধনকারীরা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত