মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বরিশালে বনের পাখি মুক্ত বিচরণের দাবিতে ব্যতিক্রমী উদ্যোগ
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৪:১০ PM
প্রখর রোদে প্রায় ১ ঘন্টা খাঁচার মধ্যে অবস্থান করে ‘পাখির মুক্ত বিচরণ’ নিশ্চিত করার দাবিতে বরিশালে ব্যতিক্রমী প্রচারাভিযান চালিয়েছেন একজন পরিবেশ কর্মী। সাইফুল্লাহ নবীন নামে এক লেখক ও অংকন শিল্পী আজ সকাল পৌনে ১১টা থেকে পৌনে ১১টা পর্যন্ত রোদের মধ্যে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে খাঁচায় বন্দি থাকেন তিনি। এ সময় কৌতহলী মানুষজন তাকে ঘিরে রাখে।

করোনাকালে সচেতনতামূলক নানা ব্যতিক্রমী প্রচারিভাযান চালিয়ে পরিচিতি পাওয়া জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর হোগলা গ্রামের মৃত ফজলে করিমের ছেলে সাইফুল্লাহ নবীন (৪৮) সকালে কাঠের তৈরী অস্থায়ী একটি খাঁচা নিয়ে সদর রোডে হাজির হন। সকাল পৌনে ১১টার দিকে খাঁচার মধ্যে প্রবেশ করেন তিনি। খাঁচায় প্লাকার্ডে ‘পাখি বাঁচান, তাকে মুক্ত আকাশে উড়তে দিন’ শ্লোগান লেখা ছিলো। এ সময় নবীন গণমাধ্যমকে বলেন, খাঁচায় থাকতে তার কস্ট হচ্ছে। পাখিরও অনুরূপ কষ্ট হয়। মানুষের যেমন মুক্ত থাকতে ইচ্ছে করে, পাখিরও তেমন মুক্ত আকাশে ওড়ার স্বাধীনতা রয়েছে।

পাখিরা মুক্ত আকাশে উড়বে-এটা পরিবেশের জন্য ভালো। পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে। পাখির অবাধ বিচরনের জন্য পরিবেশ বিভাগ এবং প্রানী সংরক্ষন বিভাগের প্রচারণা চালানো উচিত। যাতে পাখিকে কেউ খাঁচায় আটকে পালন করতে না পারে। ঢাকার কাঁটাবনে পাখি বেচাকেনা বন্ধ করে দেয়ার দাবিও জানান তিনি। ‘পাখির মুক্ত বিচরন’ দাবিতে নবীনের প্রচারিভযানে সমর্থন দিয়েছেন উৎসুক পথচারীরাও।

তানভির হোসেন নামে একজন পথচারী বলেন, নবীনের এই দাবি সমর্থনযোগ্য। পাখিতে খাঁচায় আটকে পালন করা উচিত নয়। খাঁচার মধ্যে অনেক সময় পাখি খাবারের অভাবে মারা যায়। পাখিকে মুক্তভাবে বাঁচতে দেয়া উচিত। সৌরভ নামে আরেক পথচারী বলেন, প্রত্যেক পাখির স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। পাখি শিকার করা উচিত নয়। শীত মৌসুমে আগত অতিথি পাখির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত