মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মিজানুর রহমান
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৪:১৪ PM
বরগুনার আমতলী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুর রহমান বরগুনা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেলেন। এ নিয়ে পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন। 

রবিবার (১৬ অক্টোবর) মাসিক অপরাধ সভায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশিং কার্যক্রমে বরগুনা জেলার আমতলী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুর রহমান  শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

এ সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন বরগুনা জেলা পুলিশ সুপার আ. সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও বরগুনা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মিজানুর রহমান বলেন–আমি মনে করি আমার এই সম্মাননা আমার পরিশ্রমের ফসল এবং আমার সহকর্মীদের একান্ত সহযোগীতা, সহকর্মীদের সহযোগীতাই আমি এই সম্মাননা পেয়েছি।

এই সম্মাননা আমাকে ও আমার কাজকে আরও উৎসাহিত করবে এবং আমার কাজের পরিধি আরও বেড়ে যাবে বলেও তিনি জানান।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত