মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জাহাজ ভাড়া বাড়াল বিপিসি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৪:০১ PM

তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১৯ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে জাহাজ ভাড়া বৃদ্ধি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধি হলে ১ টাকা হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি টাকায় কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতি টন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতি টন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৯ টাকা হ্রাস বা বৃদ্ধি পাবে।

অয়েল ট্যাংকারের পরিবহন ভাড়া (প্রতি বছর প্রতিটন প্রতি নটিক্যাল মাইল দশমিক শূন্য ৯ টাকা হারে) ত্রি-বার্ষিক ভিত্তিতে (৩×০.০৯)=০.২৭ টাকা বৃদ্ধি পাবে। জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সময় থেকে উপরোক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে।

পদ্মা, মেঘনা এবং যমুনার জ্বালানি তেল পরিবহন করা সব কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে।

বিপিসি চেয়ারম্যান এবিএম আবুল কালাম আজাদ বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। জ্বালানি তেলের দাম বাড়লে বা কমলে আমরা নিয়মিত এই কাজ করি। ট্যাংকার মালিকদের সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয় এজন্য এবার একটি স্থায়ী ফরমুলা করা হয়েছে। এখন থেকে আর এ সমস্যা হবে না।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত