ফেনীর সোনাগাজীতে ৫৮২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এসএম মঞ্জুরুল হক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের হাতে মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাছির উদ্দিন, ডিপুটি কমান্ডার মো. ইসমাঈল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হারাধন চন্দ্র মজুমদার সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম