সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতা কর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দ্যোগে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল হক হাওলাদার।
বাবু/জেএম