রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের পাবলিক টয়লেট থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে রেলস্টেশনের পাবলিক টয়লেট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে নিয়ে আসা ঢাকা রেলওয়ে থানার কনস্টেবল আলম উদ্দিন জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন। তিনি আরও জানান, আমরা নিহতের পরিচয় এখনো জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাবু/এসএম