মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঢাকা-টুঙ্গিপাড়া রেল লাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিত করার দাবি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১:৪২ PM
ঢাকা-টুঙ্গিপাড়া রেল লাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিতকরণ, পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ঢাকা-পিরোজপুর রুটে সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করাসহ ১০ দফা দাবি জানিয়েছে পিরোজপুর ফোরাম।

শনিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে পিরোজপুর ফোরাম আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

পিরোজপুর ফোরামের অন্য দাবিগুলো হলো— ভাঙ্গা-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর সড়ক চার লেন করতে হবে; পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে; পিরোজপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে; কঁচা নদীতে পাড়েরহাট-চরখালী ব্রিজ নির্মাণ করতে হবে; বেকুটিয়া ব্রিজ থেকে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সংযোগ সড়ক নির্মাণ করতে হবে; কালিগঙ্গা নদীতে নেছারাবাদ-পিরোজপুর সংযোগ সেতু নির্মাণ করতে হবে; পিরোজপুরে কৃষি কলেজ প্রতিষ্ঠা করতে হবে; অবিলম্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা পিরোজপুরের জনমানুষের উন্নয়নে এই ১০ দফা দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

পিরোজপুর ফোরামের সভাপতি কে এম আব্দুস সোবাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, শামীম সাঈদী, সাবেক রেল সচিব মোফাজ্জল হোসেন প্রমুখ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত