মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গলাচিপায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১০:১৬ PM

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বিএনপি’র আয়োজনে নুরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উপজেরা বিএনপির আহবায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল সাত্তার হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুস রহমান।

সম্মেলন উদ্বোধন করেন- জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মো. হাসান মামুন, জেলা বিএনপি’র নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, বিএনপি’র সাবেক সংসদ সদস্য গলাচিপা-দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান খান, জেলা বিএনপির নেতা এ্যাডঃ মুজিবুর রহমান টোটন, মিজানুর রহমান মিজান, কাজী শাহাদাত হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, গলাচিপা পৌর বিএনপি’র আহ্বায়ক এ্যাডঃ মিজানুর রহমান মজনু ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি’র যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সম্মেলনে প্রধান অতিথি আকন কুদ্দুস রহমান বলেন, নিত্য পণ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আওয়ামী লীগ সরকার দীর্ঘ্যদিন ক্ষমতায় থাকায়, বিএনপি’র নেতাকর্মীদের মিথ্যা মামলা-হামলা, পুলিশের গুলি বর্ষণে নেতা কর্মীদের মৃত্যু এবং বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী বিএনপি দলসহ সকল অঙ্গ সংগঠনের আগামী আন্দোলন সংগ্রামে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র এবং অবাধ নিরপেক্ষ সরকারের মাধ্যমে, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের মুক্তির লক্ষ্যে বিএনপি মাঠে কাজ করে যাবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত