মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মানিকছড়িতে রাতের আঁধারে বসতঘরে দূর্বৃত্তদের অগ্নি সংযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১০:১৯ PM
  
খাগড়াছড়ির মানিকছড়ি লেমুয়া এলাকায় দূর্বৃত্তরা রাতের আঁধারে অসহায় এক পরিবারের বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। এ সময় বাঁধা দিতে গিয়ে দুর্বৃত্তের দা’র কোপে জরিনা বেগম নামক বিধবা এক নারী আহত হয়েছে।

শুক্রবার(২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ৫/৬জনের একদল দুর্বৃত্ত জায়গার কেয়ারটেকার জরিনা বেগম(৫২) ঘরটিতে অগ্নিসংযোগ কালীন জরিনা বাঁধা দিলে তার হাতে দা দিয়ে কুপিয়ে আহত করে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানায়, উপজেলার লেমুয়া এলাকায় মো. শাহ আলম ক্রয় সূত্রে টিলা ভূমি ক্রয় করে ঘর তুলে পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। একই জায়গা মানিক নামে এক ব্যাক্তি তার নিজের বলে দাবি করে আদালতে মামলা রজু করেন। কিন্তু দখলে থাকা মো. শাহ আলম তার সম্পদ রক্ষণাবেক্ষণে অসহায় বিধবা নারীকে পাহারাদার (কেয়ারটেকার) হিসেবে আশ্রয় দেন।

পরে লোকজন এগিয়ে এসে আহত জরিনা বেগমকে হাসপাতালে আনলে চিকিৎসক জরিনার বাম হাতে ৭-৮টি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।  শনিবার সকালে জরিনা এ ঘটনায় মানিকসহ ৭জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহনূর আলম আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে লেমুয়া এলাকায় দুর্বৃত্তের আগুনে একটি ঘর ভস্মীভূত হয়েছে।

এ জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে বলে তিনি জানান।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত