মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১১:৩৮ PM

আজ (২২ অক্টোবর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবে 'পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা-২০২২' এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাত সাড়ে ৮ টায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আজ সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান উক্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আজ দিনব্যাপী চলমান উক্ত বিভাগীয়  র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ টি জেলার দাবা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয় মৌলভীবাজার জেলার জাবেদ আল হামিদ এবং রানার্স আপ হয় সুনামগঞ্জ জেলার আতিক মিয়া।

মৌলভীবাজার চেস ক্লাবের আহবায়ক সৈয়দ হেলাল আহমেদের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, সোশ্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক রৌশন মিয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার দাবা সমিতির সভাপতি মোস্তাক আহমদ মম প্রমূখ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত