মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লিটন-সাকিবকে হারানোর পরই ম্যাচে বৃষ্টির বাগড়া
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১০:৫৬ AM আপডেট: ২৪.১০.২০২২ ১১:১৫ AM

শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে ২৪ বলের ব্যবধানে ৪ উইকেট খুইয়ে এরপর চলে যায় খাদের কিনারে। এরপরই ম্যাচে এল বৃষ্টির বাগড়া। যে কারণে এখন বন্ধ আছে খেলা।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করে। সৌম্য অবশ্য শুরুতে একটু নড়বড়েই ছিলেন। প্রথম চারটা এসেছে ব্যাটের বাইরের কোণায় লেগে। এরপর সে ওভারেই ফ্রেড ক্লাসেনের বল স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করেন তিনি। প্রথম ওভার থেকে ১২ রান পায় বাংলাদেশ।

পরের দুই ওভার অবশ্য বাউন্ডারির দেখা পায়নি বাংলাদেশ। পেল চতুর্থ ওভারে। এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন শান্ত। বাস ডি লিডকে পরপর দুই বলে চার মারেন তিনি। পরের ওভারে ফ্রেড ক্লাসেনকেও টানা দুই চার মারেন তিনি। তাতে পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৩। চলতি বছর ওপেনিংয়ে বাংলাদেশের সেরা সংগ্রহও চলে আসে তাতে।

তবে পাওয়ারপ্লের শেষ ওভারে বিদায় নেন সৌম্য। ফন মিকেরেনকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাংলাদেশ পাওয়ারপ্লে শেষ করে ৪৭ রানে ১ উইকেট খুইয়ে।

পরের ওভারে বিদায় নেন শান্তও। টিম প্রিঙ্গলকে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ব্যর্থ হন তিনি, ক্যাচ দেন সেই শর্ট মিড উইকেটেই। ৪৭ রানে ২ ওপেনারকে খুইয়ে বসে বাংলাদেশ।

তার বিদায়ের পর লিটন দাস আর সাকিব আল হাসান পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তবে তাদের সেই চেষ্টা টিকল মাত্র ১৫ বল। নবম ওভারে ফন বিককে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দেন লিটন।

পরের ওভারের শুরুর বলে সাকিব ফেরেন শারিজ আহমেদকে কাউ কর্নার দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে। ২৪ বলের ব্যবধানে ৪ উইকেট খুইয়ে বাংলাদেশ তাতে চলে যায় খাদের কিনারে।

এরপর উইকেটে আসা আফিফ হোসেন অবশ্য সেই শারিজকেই ছক্কা মেরেছেন এরপর। এরপরই বৃষ্টি বাগড়া দেয় ম্যাচে। খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেক। বৃষ্টি খুব ভারি ছিল না, তাই একটু পরই খেলোয়াড়রা ফিরেছেন মাঠে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত