সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
প্রকৃতির সুন্দরবন
সোহেল খান দূর্জয়
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১:০৭ PM

প্রলয়কারী ঘূর্ণিঝড় সিত্রাং রোধে 
আমাদের সুন্দরবন পেতে দিলো 
বুক সুন্দরবনের গুরুক্তটা সবাই 
একটু এবার না হয় বুঝুক,

এভাবেই সিত্রাংয়ের মতন কত 
ঝড়েই সুন্দরবন বুক পেতে দিয়েছে 
আর আমরা বোকারা ভেবে নিয়েছি 
ঝড় এমনি এমনিই থেমে গিয়েছে।

আমাদের সুন্দরবন এযাবৎ ও 
বাঁচিয়ে দিয়েছে মানুষের লক্ষ 
লক্ষ প্রান,তার বিনিময়ে উৎস্বর্গ 
করেছে সে সহস্র প্রাণির জীবন,

আমাদের সুন্দরবনই বাঁচিয়েছে 
আমাদের লক্ষ হেক্টরের ফসল 
কোটি-কোটি টাকার সম্পদহানী 
ঠেকিয়েছে সে হিসাবও আসল।

আমাদের সুন্দরবনের গাছ কেটে 
কেটে উজাড় করছে যারা,তারা 
প্রকৃতির মা হত্যাকারী প্রকৃত অর্থেই 
তারা জুলুমকারী তারা অত্যাচারী,

আমাদের সুন্দরবনের পশু পাখিদের 
শিকার করছে যারা,তারা তো শুধু 
শিকারি নয় দেশের হত্যাকারী 
ব্যভিচারী জুলুমকারী ও তারা।

আমাদের সুন্দরবন হত্যাকারীরা 
সুন্দরবনের গুরুক্ত এবার একটু 
জানুক,প্রকৃতির মা যে আমাদের 
সুন্দরবন সেটা এবার একটু বুঝুক,

এই বাংলাদেশ আমাদের হৃদয় হলে 
সুন্দরবন আমাদের প্রাণ রক্ষার বুক 
সব ঝড়-ঝাপ্টা মায়ের মতো নিজে 
সয়ে সে আমাদেরকে ভালো রাখুক।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত