মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নেদারল্যান্ডসকে হারিয়ে যা বললেন ম্যাচসেরা তাসকিন
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৩:০৬ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে নেমে নিজেদের প্রথম ম্যাচে ৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করতে পারেন টাইগাররা।

পরে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধরাশায়ী হয়ে ১৩৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

এ জয়ের নায়ক পেসার তাসকিন আহমেদ। ২৫ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন তিনি। হাসান মাহমুদ পেয়েছেন ১৫ রান দিয়ে ২ উইকেট।

তবে তাসকিনের দুবারের জোড়া আঘাতেই বিধ্বস্ত হয়েছেন ডাচরা।

কারণ প্রথম ওভারে প্রথম দুই বলেই ওপেনার বিক্রমজিত সিং ও ওয়ানডাউনে নামা বাস ডি লিডাকে সাজঘরে ফেরান তাসকিন। দুই টপঅর্ডারকে রানের খাতাই খুলতে দেননি তাসকিন।

১৭তম ওভারে এসে তাসকিন সাজঘরে ফিরিয়ে দেন দলের একমাত্র ভরসা কলিন একারম্যানকে। ৬২ রানের ফেরেন তিনি।

তার আগে দ্বিতীয় বলে থার্ডম্যানে শারিজ আহমাদকে হাসান মাহমুদের ক্যাচে পরিণত করেন তাসকিন। শারিজের ব্যাট থেকে এসেছে ৮ বলে ৯ রান।

এমন পারফরম্যান্স দেখিয়ে প্লেয়ার অবদ্যা ম্যাচ হয়েছেন তাসকিন আহমেদ।

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তাসকিন বলেন,  ‘এটা আমাদের জন্য দুর্দান্ত একটি জয়। এ জয় আমাদের দরকার ছিল। আমরা দল হিসেবে ভালো খেলেছি।  আজ দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি আমি। (প্রথম দুই বলে) আমি আমার মৌলিক বিষয়গুলো ঠিক রেখেছিলাম। প্রথম ইনিংসে (আমাদের ব্যাটিংয়ে) উইকেটে বলের মুভমেন্ট দেখেছিলাম। তাই আমি লাইনলেন্থ বজায় রেখে বোলিং করেছি।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত