ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল, সাগর তীরবর্তী নিম্ন এলাকায় লোকজন আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। জেলায় ৫৭৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ৮৮ হাজার ১২৮ জন মানুষ এবং ২হাজার ৭৩৬ টি গবাদি পশুকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে৷
আশ্রয় নেয়া মানুষের মাঝে বিরাজ করছে আতংক। নিজের বাড়ীঘর সহায় সম্বল ফেলে আশ্রয় কেন্দে আসা ৩৫ বছর বয়সী শহরের সমিতি পাড়ার সেখান্দর জানান,বাতাস ভারী, লক্ষন ভালো নয়। পানিও বাড়ছে, রাতের জোয়ারে এলাকায় সাগরের জল ঢুকে যেতে পারে, তাই আশ্রয় কেন্দ্রে এসেছি। আশ্রয় কেন্দ্রে আসা সমিতি পাড়ার বাসিন্দা আব্দুল গফুর জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় এ পর্যন্ত আসছি৷ যতই রাত গভীর হচ্ছে ততই মনে ভয় কাজ করতেছে৷
এ বিষয়ে জেলা প্রশাসক মামুনুর রশীদ প্রতিবেদককে জানানা, সাগর উপকূলীয় এলাকা এবং শহরের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এ পর্যন্ত (সন্ধা ৭টা৩০ মিনিট) ৮৮ হাজার ১২৮ জন মানুষ ৭৩৬টি গবাদি পশুকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে৷ নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে, এ তৎপরতা অব্যাহত আছে। জেলা প্রশাসক জানান, আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের কে নিরাপদে রাখতে এবং খাবার দিতে অলরেড়ি জেলা প্রশাসনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে মাঠে নেমেছে৷
বাবু/জেএম