ইউরোপের বাজারে গ্যাসের দাম কমেছে। সোমবার ইউরোপের বিভিন্ন দেশে প্রতি হাজার ঘণফুট গ্যাসের দাম ১ ডলার করে কমেছে ইউরোপের জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী সংস্থা লন্ডন ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ (আইসিই)।
ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে নেদারল্যান্ডসে গ্যাসের দাম কমেছে সবচেয়ে বেশি। দেশটির জ্বালানি গ্যাসের বাজার বলে পরিচিত টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি (টিটিএফ) কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার প্রতি ঘণমিটার জ্বালানি গ্যাসের দাম সোমবার ৯৯০ ডলার কমেছে। শতকরা হিসেবে এই হ্রাসের হার ১৪ শতাংশ।
গত ১৪ জুনের পর এই প্রথম গ্যাসের দাম খানিকটা কমল ইউরোপে। সেই হিসেবে গত চার মাস পর এই প্রথম গ্যাসের দাম কমল এই মহাদেশে। তবে এখনও প্রতি ঘণফুট গ্যাস যে দামে বিক্রি হচ্ছে ইউরোপের বাজারে, তা গত বছরের এই সময়ের তুলনায় তিন গুণ বেশি। ইউরোপের বিদ্যুৎ ও শিল্পোৎপাদন ব্যাপকভাবে গ্যাসনির্ভর। এতদিন পর্যন্ত এই গ্যাসের যোগান আসত রাশিয়া থেকে। প্রতি বছর ইউরোপের যে গ্যাসের চাহিদা, তার প্রায় ৪০ শতাংশ সরবরাহ করত রাশিয়া।
তবে চলতি বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরুর জেরে শাস্তি হিসেবে রাশিয়ার ওপর অর্থনৈতিক ও আমদানি-রপ্তানি সংক্রান্ত একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ। পাল্টা ব্যবস্থা হিসেবে গত মার্চে মস্কো ঘোষণা দেয়— এখন থেকে ডলার কিংবা ইউরোর পরিবর্তে রুশ মুদ্রা রুবলের বিনিময়ে গ্যাস বিক্রি করবে রাশিয়া।
ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার এই ঘোষণায় আপত্তি জানানোর পর গত জুনে ইউরোপে রুশ গ্যাস সরবরাহের প্রধান লাইন নর্ড স্টিম দিয়ে গ্যাসের সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। তারপর থেকেই ইউরোপের পাইকারি ও খুচরা বাজারে বাড়তে শুরু করে গ্যাসের দাম।
সূত্র: আরটি
বাবু/এসআর