মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঘূর্ণিঝড় সিত্রাং
বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ছয়টি নদীর পানি
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৯:২৮ PM
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ছয়টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. মাছুম। 

তিনি জানান, নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি উঠেছে। কিছু কিছু এলাকার বসত ঘরেও ঢুকে পড়েছে বন্যার পানি। প্রকৌশলী মো. মাছুম আরও জানিয়েছেন, বরিশালসহ ৭টি জেলা এবং উপজেলা সংলগ্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ‘বরিশালের কীর্তনখোলা, ভোলা সদরের তেঁতুলিয়া, দৌলতখানের সুরমা-মেঘনা, তজুমদ্দিনের সুরমা-মেঘনা, ঝালকাঠির বিষখালী, বরগুনার বিষখালী ও পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

প্রতিটি নদীর পানি বিপৎসীমার সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ৬৭ সেন্টিমিটার পর্যন্ত বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বরিশাল জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও মহানগরীর কিছু এলাকা ব্যতীত বিভাগের অপর ৫ জেলার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ৫ জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত