মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাশিয়ার কাছে ৪০টি টারবাইন বিক্রির ঘোষণা দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৯:৩৬ PM আপডেট: ২৪.১০.২০২২ ৯:৩৭ PM
রাশিয়ার গ্যাস শিল্পকে চাঙ্গা করতে দেশটির কাছে ৪০টি টারবাইন বিক্রির ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি মস্কোর সঙ্গে তেহরানের এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ব গ্যাস উত্তোলন ও প্রকৌশল বিষয়ক কোম্পানি ইরানিয়ান গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের শীর্ষ নির্বাহী রেজা নওশাদি দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বার্তাসংস্থা শানা নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।

রেজা নওশাদি বলেন, ‘ইরানের ভারী শিল্পের সাফল্য কেবল তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমানে দেশের ভারি শিল্পের ৮৫ শতাংশই অভ্যন্তরীণ গ্যাস উত্তোলনের সক্ষমতা সৃষ্টিতে ব্যয় হচ্ছে। এর ভিত্তিতেই রাশিয়ার কাছে ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি ৪০টি টারবাইন আমরা বিক্রি করছি। মস্কোর সঙ্গে এ ব্যাপারে আমাদের চুক্তিও হয়েছে।’ তবে কখন-কোথায় এই চুক্তি হয়েছে এবং কবে নাগাদ এসব টারবাইন ইরানকে সরবরাহ করা হবে—সে সম্পর্কে কিছু বলেননি নওশাদি।

চলতি বছর ২৬ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর একগুচ্ছ অর্থনৈতিক ও আমদানি-রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে শিল্পপণ্য, কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানি করতে পারছে না রাশিয়া। এদিকে, গত কয়েক মাস ধরে রাশিয়া থেকে গ্যাসের সরাসরি সরবরাহ কমে গেছে ইউরোপে। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, টারবাইন বিকল হয়ে যাওয়ার কারণে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে।

গত সেপ্টেম্বরে রাশিয়ার নেতৃত্বাধীন জোট ভ্লাদিভস্তক ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, ‘আমাদের টারবাইন দিন, আগামীকাল থেকেই নর্ড স্ট্রিম লাইন দিয়ে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।’ কিন্তু ইউরোপীয় নেতাদের অভিযোগ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কৌশল হিসেবে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। তবে তেহরানের বিশ্বাস, গ্যাসের বাজার থেকে রাশিয়াকে বিতাড়িত করার লক্ষ্যেই দেশটির ওপর জারি করা হয়েছে এসব নিষেধাজ্ঞা।

এ সম্পর্কে শানা নিউজ এজেন্সিকে নওশাদি বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র তরলীকৃত (এলএনজি) গ্যাস উৎপাদনে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। বেশ কিছু প্ল্যান্টও তৈরি করেছে এবং তাদের এলএনজি গ্যাসের প্রধান বাজার ইউরোপ।’ ‘তাই আমাদের ধারণা, রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সম্প্রতি নর্ড স্ট্রিম পাইপলাইনে যে বিস্ফোরণের ঘটনা ঘটল— তার প্রধান কারণ গ্যাসের বৈশ্বিক বাজার থেকে রাশিয়াকে দূর করা।’ বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে ইরান ও রাশিয়ায়। দুই দেশই যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইরান দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে জোর দিয়েছে। গত জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফর করেছেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে ইরান ও রাশিয়ায়। দুই দেশই যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় রয়েছে। বৈঠকে ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রতিবদ্ধ হয়েছেন পুতিন-রাইসি ও আয়াতুল্লাহ আলী খামেনি।

সূত্র: এএফপি

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত