মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
টানা ৬ ঘণ্টা ধরে হালনাগাদ তথ্য দিতে পারছে না বরিশাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১২:০৪ AM আপডেট: ২৫.১০.২০২২ ১২:১১ AM
টানা ছয় ঘণ্টা ধরে আবহাওয়ার হালনাগাদ তথ্য জানাতে পারছে না বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত ১১টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহফুজুর রহমান।

তিনি জানান, সিত্রাংয়ের প্রভাবে টানা বর্ষণে গেটসহ আবহাওয়া অফিসের কিছু অংশ নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়াও বিকেল থেকে বিদ্যুৎ না থাকায় আবহাওয়ার হালনাগাদ তথ্য নিজেরাও জানতে পারছেন না। এজন্য তিনি বাংলাদেশ সরকারের আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট (www.bmd.gov.bd.com) এবং www.windy.com ভিজিট করার অনুরোধ করেন।

অন্যদিকে রাত ৮টার দিকে বরিশালে বর্ষণ থেমে গেছে। তবে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা বর্ষণে আর কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় নগরীর রাস্তাঘাট তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান প্রকৌশলী মো. মাসুম জানিয়েছেন, বিভাগের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপরে। এতে তলিয়ে গেছে উপকূল।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত