বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকায় মঙ্গলবার (২৫ অক্টোবর) মধ্যরাতে ২৮০টি বরফ’সহ একটি ট্রাক আটক করেছে হিজলা থানার পুলিশ। এসময় ট্রাকের চালক সহ আরও দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ট্রাক চালক আলমগীর, হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকার আমজাদ হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার (৪৬), মহিষখোলা এলাকার আব্দুর রব চোকদারের ছেলে আরিফ চোকদার (২৯)
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, খুলনা থেকে বরফ বোঝাই করে হিজলায় আসে ট্রাকটি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকা থেকে বরফ’সহ (খুলনা মেট্রো-ট ১১-০৯১৮) ট্রাক ও একই এলাকা থেকে বরফসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
বাবু/জেএম