সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহর পরিবারকে ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম নিহত সফিউল্লাহর স্ত্রী ও সন্তানদের কাছে এ টাকা হস্তান্তর করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি জানায়, ২০২১ সালের গত ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ মৃত্যুবরণ করেন।
সফিউল্লাহর মৃত্যুতে ডিএমপির বিভিন্ন সদস্য স্বেচ্ছায় তার পরিবারের জন্য ৩৫ লাখ টাকা দেন। এছাড়া সফিউল্লাহর রেখে যাওয়া ৫ লাখ টাকাসহ মোট ৪০ লাখ টাকা তার পরিবারের ব্যয় ভার ও সন্তানদের পড়ালেখার ব্যয় নির্বাহের জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার স্ত্রীর নামে এফডিআর করা হয়। ডিএমপি কমিশনার আজ এই এফডিআর নিহতের স্ত্রীর হাতে তুলে দেন।
বাবু/এসআর