নেত্রকোণার মদন উপজেলায় বুধবার (২ নভেম্বর) নায়েকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে টানা বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদ উপ -নির্বাচনে বেসরকারি ভাবে ৩০০৯ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক,বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। এ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন ,আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূঁইয়া ৩০০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফখরুল ইসলাম খান হেভেন (আনারস) প্রতীক ২৬১৮ ভোট পেয়েছেন, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান রোমান (ঘোড়া) প্রতীক ২৩৫৫ ভোট।
আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খোকন মাস্টার (চশমা) প্রতীক ২৩১৩ ভোট পেয়েছেন, মোছা. সেতু আক্তার মনি (টেলিফোন) প্রতীক ১৪২ ভোট পেয়েছেন, সিমন আহমেদ (মোটরসাইকেল) প্রতীক ১১৭ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার হামিদ ইকবাল তিনি এ প্রতিনিধিকে জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নায়েকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
বাবু/জেএম