বরগুনা জেলায় মিশুক বেবিট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যলয় উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকেলে ৪টায় আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের একে স্কুল সংলগ্ন মোড়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
মিশুক বেবিট্যাক্সী, ট্যাক্সিকার, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং (বরি:১৩) এর সভাপতি মো. বাবুল হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি হুইলার শ্রমিক ইউনিয়ন ( রেজি:নং খুলনা ২০৬৩ ) এর সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ আমতলী উপজেলা শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধা।
এসময় উপস্থিত ছিলেন , আমতলী পৌরসভার ৪ নং ওর্য়াড কাউন্সিলর ও বরগুনা আন্ত:জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা ২২৪২) সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা ,বরগুনা জেলা মিশুক বেবিট্যাক্সী, ট্যাক্সিকার, সিএনজি অটোরিকশা মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদ বিন আলাউদ্দিন রিমন, সাধারণ সম্পাদক মো.শাহজালাল সহ-সভাপতি মোঃ শহিদুল আলম (জিয়া) সহ-সাধারন সম্পাদক - আবুল তালুকদার কোষাধ্যক্ষ - বাদল চন্দ্র সাহা। বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি হুইলার শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক মো. কারিমুল হাসান, বরগুনা আন্ত:জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. ওসমান মৃধা।
শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো.বাবুল মিয়া সাধারণ সম্পাদক. লিমন মৃধা। সহ-সভাপতি - আফজাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারি, কোষাধ্যক্ষ মো. মেজবাহ উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক মো.রেজাউল লাইন সম্পাদক - মোঃ মাহাবুব আলম প্রমুখ। উদ্বোধনী সভায় কয়েকশত বরগুনা জেলা মিশুক বেবিট্যাক্সী, ট্যাক্সিকার, সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস