বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
গলাচিপায় বর্ণাঢ্য উৎসবে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৬:৪৮ PM

গলাচিপা শেখ রাসেল স্টেডিয়ামে, পটুয়াখালী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২২ খেলার শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা ০৩ ঘটিকায়, গলাচিপা পৌরসভার শেখ রাসেল স্টেডিয়াম মাঠে, বর্নাঢ্য সাজসজ্জায় জাতীয় সংগীত ও নৃত্যের ছন্দে শুভ উদ্বোধনী খেলায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও খেলা উদ্বোধন করেন, পটুয়াখালী জেলার সুদক্ষ,সৎ ক্রিয়া মোদী ব্যক্তিত্ব মাননীয়৷ জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃমহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জননেতা মু.শাহিন শাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন। এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ ,সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ হাজার হাজার দর্শকের ভিড় জমায়। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভা একাদশ বনাম ডাকুয়া ইউনিয়ন পরিষদ একাদশ অংশ নেয়। সার্বিকভাবে খেলার দায়িত্ব ও টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা সংস্থার সাধারণ সম্পাদক আবু বক্কর শিবলী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী ও সহকারী শিক্ষিকা নুসরাত জাহান আনা। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করবে বলে জানা যায়।উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে গলাচিপা পৌরসভা একাদশ জয়লাভ করে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত