ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতা কবির আহমেদ ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন পদ বঞ্চিত বিএনপির নেতা কর্মীরা।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা দক্ষিণ ইউনিয়নে গাজির বাজার এলাকায় এ মিছিল সমাবশ করেন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, লন্ডনে তারেক রহমানের ব্যক্তিগত সহাকরী আব্দুর রহমান সানির বড় ভাই কবির আহমেদ ভূইয়া প্রভাব খাটিয়ে কোন নেতাকর্মীকে না জানিয়ে দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করেন। ঘরে বসে দেওয়া এই প্যাকেট কমিটিতে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে মনগড়া এ অবৈধ কমিটি দেওয়া হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান চৌধুরী ও এম এ রউফ চৌধুরী বলেন, যারা দলের জন্য হামলা মামলা সহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে কমিটিতে না রেখে ভাইয়ের প্রভাব খাটিয়ে দক্ষিণ ইউনিয়ন বিএনপির একটি অবৈধ কমিটি ঘোষণা করান কবির আহমেদ ভূইয়া। জাতীয় পার্টি, জাসদ, কমিউনিষ্ট পার্টি থেকে বহিরাগতদের দিয়ে এই কমিটি দেওয়া হয়। আমরা যারা মূল দলের সাথে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি আমরা এই অবৈধ কমিটির তীব্র প্রতিবাদ জানাই । অবলম্বে এই কবির আহমেদ ভূইয়াকে বিএনপির রাজনীতি থেকে অপসারণ না করা হলে দলকে তৃনমুল থেকে ধ্বংস করে দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা,দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল চৌধুরী, দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিএনপির শতাধিক নেতাকর্মী।
পরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশের শেষে কবির আহমেদে ভূইয়ার পোস্টারে আগুন লাগিয়ে প্রতিবাদ করেন পদ বঞ্চিত নেতাকর্মীরা।
-বাবু/এ.এস