বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
দুটো ট্রফি জয়ের প্রত্যাশায় মোহামেডান
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৬:৫১ PM
সাম্প্রতিক সময়ের তুলনায় এবারের মোহামেডান খানিকটা ভিন্ন। বিগত সময়ে শিরোপা জয়ের কথা সরাসরি বলতে পারেননি কোচ ও কর্মকর্তারা। তবে আজ প্রিমিয়ার ফুটবল লিগের দলবদলের দিনে সাদা কালো দলের প্রধান কোচ শফিকুল ইসলাম চলতি ফুটবল মৌসুমে দুটো ট্রফি জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন। 

এবারের ফুটবল মৌসুমে সুপার কাপ অনুষ্ঠিত হলে চারটি প্রতিযোগিতা হবে। মানিকের মতে, ‘চার প্রতিযোগিতায় দু’টি করে আটটি ট্রফি। এর মধ্যে আমরা দু’টি ট্রফি জিততে চাই।’ চ্যাম্পিয়ন ও রানার্স আপ মিলিয়ে আটটি ট্রফি। কোচের এই বক্তব্যের সঙ্গে একমত ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের, ‘আমরা আশাবাদী এবার দু’টি ট্রফি নিয়ে ক্লাবে ফিরব।’ 

মোহামেডান আজ ৩২ জন খেলোয়াড়ের নাম বাফুফেতে জমা দিয়েছে। প্রিমিয়ার লিগের ফরম বাফুফে থেকে পাওয়ার আগে তিন ফুটবলারকে অর্থ দিয়েছিল সাদা কালো ক্লাব। তারা মোহামেডানের টাকা নিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনীতে গেছেন। তাদের পাওয়ার সম্ভাবনা না থাকলেও মানিক বর্তমান দলকে শক্তিশালীই মনে করছেন, ‘এখনো তিন দিন সময় আছে। আশা করি তারা ফিরে আসবে। তারা শেষ পর্যন্ত ফিরে না আসলেও আমাদের এই দল শিরোপা জেতার সামর্থ্য রাখে।’

অভিযুক্ত তিন খেলোয়াড়ের ব্যাপারে মোহামেডান ফেডারেশনে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। ওই তিন খেলোয়াড় সম্পর্কে বাফুফের সহ-সভাপতি ও লিগ ম্যানেজম্যান্ট কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভূইয়া মানিক বলেন, ‘প্লেয়ার স্ট্যাটাস কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে আগামী মৌসুম থেকে লিগ শেষ হওয়ার পর দিন থেকেই ফরম দেয়া হবে ক্লাবগুলোর কাছে। যাতে খেলোয়াড় ও ক্লাবের মধ্যে এই সমস্যা সৃষ্টি না হয়।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এখন লিগ কমিটির চেয়ারম্যান। তিনিও আজ উপস্থিত ছিলেন মোহামেডানের দলবদল কার্যক্রমে। আগামী মৌসুম থেকে লিগ শেষে ফরম দেয়া শুরু করলেও সততাকেই বড় করে দেখছেন তিনি, ‘এখানে ক্লাব ও খেলোয়াড় উভয় পক্ষই দায়ী। খেলোয়াড়দের আগে অর্থ নেওয়া যেমন ঠিক নয়, তেমনি ক্লাবের আগে অর্থ দেওয়াও ঠিক নয়।’

বাবু/এসআর




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত