সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
রায়পুরে সার্ভেয়ারকে প্রাণনাশের হুমকি
রায়পুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৮:২৪ PM
বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ও অনলাইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারসহ, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আবুল কাশেম মিলনসহ তার পরিবার। শুক্রবার (১১ নভেম্বর) সকালে রায়পুর পৌর শহরের একটি রেষ্টরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।

আবুল কাশেম মিলন দক্ষিণ কেরোয়ার বাসিন্দা ও পেশায় তিনি একজন ভূমি জরিপ কারক। এসময় তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, আমার মামা বৃটিশ নাগরিক আব্দুর রউফ প্রায় ৭-৮ বছর পূর্বে তার সকল সয়-সম্পত্তি দেখা শুনার জন্য লিখিত চুক্তিনামা করে দায়িত্ব দেন আমাকে। এতে স্থানীয় কিছু প্রভাবশালীরা আমার বিরদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে।

বিভ্রান্তিকর কিছু কথা-বার্তায় হঠাৎ আমার মামা রউফ অসুস্থ হয়ে পড়ে। এ সুযোগে ওই প্রভাবশালীরা মামাকে তাঁদের কাছে বন্ধি করে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে ও অনলাইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে। প্রভাবশালী কুচক্রি মহল বর্তমানে আমার মামা রউফকে আত্মগোপনে রেখে আমাকে এবং আমার পরিবারের লোকদের মেরে ফেলার হুমকি দেয়। এস ঘটনা আমি থানা পুলিশকে অবহিত করেছি।

আমি এসব প্রভাবশালী কুচক্রি মহলের বিচারের দাবি জানান, এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান তিনি। এসময় ভুক্তভোগী আবুল কাশেম মিলনের স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত