সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মেক্সিকোতে বারে হামলা, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৯:০০ PM আপডেট: ১১.১১.২০২২ ৯:০১ PM
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি বারে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা গত কয়েক মাসের মধ্যে এই হামলাকে সবচেয়ে সহিংস বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে মাদক কারবারীদের এই হামলার জন্য দায়ী করেছেন তারা।

বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে গুয়ানাজুয়াতোর অ্যাপাসিও এল আল্টো শহরের একটি বারে হামলার এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় পৌর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা একটি ট্রাকে করে এসে এল আল্টোর লেক্সাস বারের ভেতরে অবস্থানরত লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পাঁচজন পুরুষ ও চারজন নারী নিহত হয়েছেন।

মেক্সিকোর অন্যতম এক শিল্পাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতো। এই রাজ্যের মাদক চোরাকারবারী দুই গোষ্ঠী জালিস্কো নিউ জেনারেশন এবং স্যান্তা রোসা দে লিমার মধ্যে প্রায়ই সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বলেছে, মঙ্গলবার স্যান্তা রোসা দে লিমার নেতা জুয়ান রোডলফো ইয়েপেজকে গ্রেপ্তারের প্রতিশোধে এই হামলা চালিয়েছে তার অনুসারীরা। বারে গোলাগুলির ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি দেওয়ার আহ্বান জানিয়েছে।

মেক্সিকোতে এ ধরনের হামলা সাধারণ ঘটনা। হামলাকারীরা প্রায়ই শাস্তি পান না। বারে হামলার কয়েক ঘণ্টা আগে অ্যাপাসিও এল আল্টোর আশপাশের এলাকায় অন্তত ১৮টি গাড়ি পুড়িয়ে দেয় মাদক চোরাকারবারীরা। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৬০ লাখ বাসিন্দার রাজ্য গুয়ানাজুয়াতোতে ২ হাজার ১০০ জনের বেশি মানুষ খুন হয়েছেন।

প্রায়ই সহিংসতার ঘটনা ঘটলেও গুয়ানাজুয়াতো এবং এর ঔপনিবেশিক ঐতিহাসিক বিভিন্ন শহর জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে রয়ে গেছে। মেক্সিকোর সবচেয়ে বড় থিয়েটার উৎসব সারভান্তিনো গত অক্টোবরে এই রাজ্যে অনুষ্ঠিত হয়।

সূত্র: এএফপি

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত