মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিশ্বের অর্ধশতাধিক দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৯:৫৬ PM

৫০টিরও বেশি দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে জানিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার বলেছেন, ঋণখেলাপির ঝুঁকিতে আছে বিশ্বের অন্তত ৫৪টি উন্নয়নশীল দেশ। তারা যদি সাহায্য না পায় তাহলে দেশগুলো দেউলিয়া হয়ে যেতে পারে।

১০ নভেম্বর, বৃহস্পতিবার মিসরে কপ-২৭ জলবায়ু সম্মেলনে এ তথ্য জানান ইউএনডিপি প্রধান।

ইউএনডিপি প্রধান বলেন, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এমন অবস্থার সৃষ্টি করেছে, যার ফলে কিছু দেশ ঋণখেলাপি হয়ে যেতে পারে। আমাদের তালিকায় এমন ৫৪ দেশের নাম আছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয় তবে দেশগুলো ঋণ শোধ করতে পারবে না। এতে দেশগুলো শ্রীলঙ্কার মত ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে।

তিনি বলেন, ঋণখেলাপির ঝুঁকির বিষয়টি জলবায়ু মোকাবেলার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। বিশ্বব্যাপী জলবায়ু সমস্যা সমাধান আরও জটিল হয়ে যাবে। এ জন্য উন্নত দেশগুলোর সহায়তা দরকার।

আচিম স্টেইনার বলেছেন, জলবায়ু সমস্যার কারণে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর সমস্যা আরও বাড়ছে। দেশগুলোকে সহায়তা করার যে প্রতিশ্রুতি উন্নত দেশগুলো করেছিল তা পূরণ করেনি। তাই এ সমস্যা মোকাবেলায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে এবং গ্রিনহাউজ গ্যাসের নির্মগণ কমিয়ে আনতে উন্নয়নশীল দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রতি দিয়েছিল উন্নত দেশগুলো। উন্নত দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি না রাখে তাহলে এসব দেশ জাতিসংঘের জলবায়ু কার্যক্রম থেকে দূরে সরে যেতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

-বাবু/এ.এস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত