সময়ের আগেই আগাম আলু উঠতে শুরু করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দূরাকুটি গ্রামে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য নবান্ন উৎসবকে সামনে রেখে এখানকার কৃষকেরা চাষ করেছে এ বছরের নতুন ফসল আগাম আলু। আলু তোলায় ব্যস্ত হয়ে পড়েছে এলাকার কৃষকেরা।
দুরাকুটি গ্রামের আলু চাষী আব্দুল হান্নান বলেন, আমি পাঁচ বিঘা জমিতে ৬০ দিনের আগাম আলু চাষ করেছি ক্ষেতেই আমার আলু ৮০ টাকা করে কিনছে পাইকাররা। আমার আলুর বয়স হয়েছে ৫৫ দিন। একই গ্রামের কৃষক রমিজ আলী বলেন, ৩ বিঘা জমিতে আগাম আলু চাষ করে আমি ভাল লাভের আশা করছি ফলন ভালো হয়েছে।
আলু ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, চাষিদের নতুন আলু গুল আমি কিনেছি এগুল ঢাকা কাওরান বাজার আড়তে পাঠাব। নতুন ফসল দাম ভাল পাব।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি সসম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জ উপজেলায় এবার আলু আবাদের উৎপাদনের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫শ ৫০ মেট্রিক টন।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক জানান,জেলার ৬ উপজেলায় ১২ হাজার ৭ শত ৭ হেক্টর জমিতে আলুর চাষ হচ্ছে। আলুর উৎপাদনের লক্ষ মাত্রা ৫ লক্ষ মাত্রা ৫ লক্ষ ২০ হাজার ৮ শত মেট্রিকটন। বৈরী আবহাওয়া না থাকলে লক্ষ মাত্রার থেকে বেশি আলু উৎপাদন হবে।
-বাবু/এ.এস