রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ভারতে পাথর কোয়ারিতে ধস, ৮ শ্রমিক নিহত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩:০০ PM

ভারতের মিজোরাম রাজ্যে একটি পাথর কোয়ারির মাটি ধসে আটজন শ্রমিক নিহত হয়েছেন। এখনও চার শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৪ নভেম্বর) মিজোরামের রাজধানী আইজল থেকে ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরামের হ্নাথিয়াল জেলায় ঘটে এ ঘটনা।

দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। একাধিক মেডিকেল টিমও যোগ দেয় তাদের সঙ্গে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। হ্নাথিয়াল পুলিশ সুপার বিনীত কুমার জানান, সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা খনি থেকে পাথর তোলার কাজ করছিলেন। হঠাৎই মাটি ধসে পড়ে। দুর্ঘটনার পর অনেকে খনি থেকে বের হতে পারলেও আটকা পড়েন অন্তত ১২ জন।

জেলার উপ-কমিশনার আর. লালরেমসাঙ্গা জানিয়েছেন, ভুক্তভোগীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।

জানা গেছে, মিজোরামে একটি হাইওয়ে তৈরির কাজ হচ্ছে। সেকারণে বড় পাথর সংগ্রহের কাজ চলছিল সেখানে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত