কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা ও জোনাল কমান্ডার লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ পৌরসভার বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে হাতে নীল রংয়ের একটি ব্যাগ ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কোস্টগার্ড সদস্যরা একটি ব্যাগ উদ্ধার করে, যা তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলেও তিনি জানান।
বাবু/জেএম