ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) মোদির দপ্তর এক টুইটে এ তথ্য জানিয়েছে।
টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, মোদি সুনাকের সঙ্গে কথা বলছেন। ক্যাপশনে লেখা রয়েছে, বালিতে জি২০ সম্মেলনের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ঋষি সুনাক কথা বলছেন।
তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে, প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাককে ফোনকল করে অভিনন্দন জানান মোদি। টুইটে লিখেছিলেন, তারা ব্যাপক ও ভারসাম্যপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তির প্রাথমিক উপসংহারের গুরুত্ব বিষয়ে তারা একমত হয়েছেন।
লিজ ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পর দায়িত্বে আসেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।
বাবু/এসএম