রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
হাতীবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩:৫৯ PM
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক সম্রাট নজরুল ইসলাম নজু (৫০)কে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় ৩৬৫ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার অডিটরিয়াম চত্তরের আনন্দ আবাসিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম নজু উপজেলার বাড়াই পাড়া এলাকার বাসিন্দা। এছাড়া সে আনন্দ আবাসিকের স্বত্বাধিকারী। সেই আবাসিকে প্রকাশ্যে চলতো মাদক, জুয়া ও দেহ ব্যবসা।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক খাইরুল  বাশার বলেন, উপজেলার অডিটরিয়াম চত্তরের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে অবস্থিত এই আনন্দ আবাসিকে নজরুল ইসলাম নজু দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এ বিষয়ে স্থানীয়রা একটি অভিযোগ করেছে আমাদের কাছে। এমনকি তার একটি ভিডিও আমাদের হাতে এসেছে। তারই প্রেক্ষিতে আনন্দ আবাসিকে অভিযান চালাই এবং তল্লাশী চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে নজরুল ইসলাম নজুকে আটক করা হয়। তিনি আরও বলেন, আমরা এখন তাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবো। তারপর হাতীবান্ধা থানায় একটি মামলা রুজু করবো।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমি বাইরে আছি। বিষয়টি জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত