সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার দাবি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৪:০৯ PM

সকল রাজনৈতিক দলের কমিটিতে ২০২৫ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন। এ সময়, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ জাতীয় ও স্থানীয় নির্বাচনে সমসংখ্যক নারীদের মনোনয়ন দেওয়ার দাবিও তোলেন তারা। রাজনৈতিক দলে নির্দিষ্ট ফরমে চাঁদা দিয়ে নারীদের সদস্যপদ নিশ্চিত করতে হবে। প্রতিটি দলের জেলা ও উপজেলা কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তি ছাড়াও কমপক্ষে একটি সহসভাপতি বা যুগ্ম সম্পাদক পদ দিতে হবে। সেই সঙ্গে স্থানীয় নির্বাচনে কেবলমাত্র প্রতীকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানান নারী নেত্রীরা।

বাব/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত