রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বিজয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৪:৫০ PM আপডেট: ১৫.১১.২০২২ ৪:৫৫ PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজয়নগর থানার পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী হলেন বিজয়নগর উপজেলার ছতুরপুর  গ্রামের মো. মকবুল মিয়ার ছেলে শাকিল হোসেন (৩০)।

এ সময় তার কাছ থেকে উপজেলা চান্দুরা সিএনজি স্টেশন এলাকায় গাড়ির চাকার ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়। 

পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে আজ উপজেলার  চান্দুরা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাড়ির চাকার ভিতর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান কালে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব বিমল কর্মকার এর নেতৃত্বে  এস আই মো. আব্দুস সাত্তার সরকার, ও এস আই মো. সাইদুল হক অভিযান পরিচালনা করেন।

বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার  বলেন, অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃত মাদক ব্যবসায়ী গাঁজা গাড়ির চাকায় ভিতরে বহন করেছিল যা আমরা গোপন সংবাদে মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে। আটককৃত আসামি হলেন বিজয়নগর উপজেলার ছতুরপুর  গ্রামের মো. মকবুল মিয়ার ছেলে মোঃ শাকিল হোসেন (৩০) মাদক বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত