টাঙ্গাইলের সখীপুরে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। সে নিজ ঘরে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করছে তার পরিবার। সে ওই গ্রামের ফজলুর রহমান খানের ছেলে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থাকাকালীন সময়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জাহাঙ্গীর আলম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কোম্পানি কিছুদিন আগে দেশে ফেরত পাঠায়। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মতিন বলেন, লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাবু/জেএম