দিনাজপুরের পার্বতীপুরে ধানখেত থেকে যুবকের হাত-পা ভাঙা ও মুখ থ্যাঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে পার্বতীপুর উপজেলার বেকশপ এলাকায় রেললাইনের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৩ বছর বয়সী নিহত মানিকের বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানার হাতিখানা ক্যাম্পে। তিনি কাপড়ের ওপর নকশার কাজ করতেন। পুলিশ জানায়, সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মানিকের বাম দিকের হাত-পা ভাঙা ও মুখ থ্যাঁতলানো ছিল।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাবু/জেএম