হবিগঞ্জের লাখাইয়ে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় একসঙ্গে বিষপান করেছে নবদম্পতি। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- মোস্তাফিজুর রহমান হৃদয় ও তানিয়া বেগম। হৃদয় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিলুর রহমানের ছেলে ও তানিয়া লাখাই উপজেলার সদর ইউপির টাউনশিপ এলাকার আনছার মিয়ার মেয়ে।
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, ১২ দিন আগে কোর্ট ম্যারেজ করেন তানিয়া ও হৃদয়। বিয়ের পর থেকেই হৃদয় তার শ্বশুরবাড়িতে ছিলেন। সম্প্রতি হৃদয়ের গ্রামের বাড়িতে স্ত্রী-সন্তান আছে বলে জানতে পারে তানিয়ার পরিবারের লোকজন। এরই জেরে তানিয়াকে হৃদয়ের সঙ্গে যোগাযোগ না রাখতে অনুরোধ করেন স্বজনরা। কিন্তু তা মানেননি তানিয়া। এতে রাগে-ক্ষোভে ইঁদুর মারার ওষুধ খান হৃদয়।
একপর্যায়ে স্ত্রী তানিয়াও একই ওষুধ খান। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বাবু/জেএম