বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ মিনিটের ব্যবধানে ইরানের জালে ইংলিশদের ৩ গোল!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭:৫৫ PM আপডেট: ২১.১১.২০২২ ৮:০৮ PM
১০ মিনিটের ব্যবধানে ইরানের জালে ইংলিশদের ৩ গোল! ৩৫ ও ৪৩ মিনিটের পর ৪৫ মিনিটে এবার স্টার্লিংয়ে গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কেনের নিচু ক্রস থেকে দারুণ দক্ষতায় ইরানের জালে তৃতীয়বারের মতো লক্ষ্যভেদ করে ইংল্যান্ড। 

আগের দুটি গোল করেন বেলিংহাম ও শাকা। প্রথম গোলের দেখা পেতে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট! ৩৫ মিনিটে প্রথম গোলটি দেন বেলিংহাম। এরপরেই যেন ইংলিশরা জাদু বাক্স পায়। ৪৩ ও ৪৫(+১) মিনিটে আরও দুটি গোল করেন শাকা-স্টার্লিং।

শুরুতে অনেক সময় নষ্ট হওয়ায় প্রথমার্ধে অতিরিক্ত ১৪ মিনিট খেলা হয়। এ সময় আরও কয়েকটি সুযোগ পেলেও গোল দিতে পারেনি ইংলিশরা। ম্যাচজুড়ে দাপট ছিল ইংলিশদের। ৭৭ শতাংশ বল ছিল তাদের পায়ে। যেখানে ইংল্যান্ড আক্রমণ করেছে ৭টি সেখানে ইরান করে মাত্র ১টি। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত