গুলিতে পাকিস্তানের একজন নিরাপত্তারক্ষী নিহতের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করেছিল পাকিস্তান। তবে ঘটনার এক সপ্তাহ পর গুরুত্বপূর্ণ চামান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান।
বেলোচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ চামানের একজন কর্মকর্তা সোমবার সীমান্ত ক্রসিং খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যবসা এবং পথচারী পারাপারসহ দুই দেশের সীমান্তের সকল কার্যক্রম শুরু হয়েছে। একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, পাকিস্তান এবং আফগানিস্তান কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের পর চামান বর্ডার ক্রসিং যা ‘ফ্রেন্ডশিপ গেট’ নামেও পরিচিত খোলা হয়েছে।
চামান সীমান্তের কর্মকর্তা আব্দুল হামেদ জাহরি বলেন, আফগান কর্তৃপক্ষ গত সপ্তাহের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে।
চামান বর্ডারটি পাকিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ১২০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত। আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে এটা অন্যতম ব্যস্ততম বর্ডার। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সীমান্ত ব্যবহার করে। গত ১৩ নভেম্বর গুলির পর সীমান্ত বন্ধ করা হয়।
বাবু/জেএম