টাঙ্গাইলের কালিহাতীতে একটি চিপসের ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার চর ভাবলা ফাতেমা চিপস ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন।
এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)'র পরিদর্শক রকিবুল হাসান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)'র সমন্বয়ে এলেঙ্গা পৌরসভার চর ভাবলা এলাকায় ফাতেমা চিপস ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই ফ্যাক্টরির লাইসেন্স মেয়াদ শেষ হওয়ায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী রাশেদুল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাবু/জেএম