নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানী মজুমদার (২৮) চরঈশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সঞ্চয় মজুমদারের স্ত্রী। সোমবার (২১ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী সকালে বাজার করতে যায়। সেখান থেকে বেলা ১১টার দিকে বাড়িতে এসে দেখেন স্ত্রী টুম্পা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়রা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের বাবার বাড়ি চট্টগ্রামের সন্দীপ। তারা বাবা-মা এলে তাদের সাথে কথা বলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।
বাবু/জেএম