বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনো হারেনি সেনেগাল, সেই ধারাবাহিকতাটাই হয়তো এবারের বিশ্বকাপেও বজায় রাখতে পারতো আফ্রিকার দেশটি। কিন্তু ম্যাচ শেষের সাত মিনিট আগে বাধ সেধে বসেন ডাচ স্ট্রাইকার কোডি গ্যাকপো। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল করেই দৃশ্যপট বদলে দিয়েছেন ২৩ বছর বয়সী এ উইঙ্গার। আর তাতে ৮ বছর পর বিশ্বসেরার মঞ্চে ফিরে শুভসূচনা পেয়েছে নেদারল্যান্ডস।
সোমবার রাতে কাতারের আল থুমামা স্টেডিয়ামে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। কোডি গ্যাকপোর পর ডাচদের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন ডেভি ক্লাসেন।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান দখল করলো নেদারল্যান্ডস। সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের শীর্ষে এখন ইকুয়েডর। গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ২ গোল হজম করেও তৃতীয় স্থানে আছে সেনেগাল আর গ্রুপের তলানিতে কাতার।
বিস্তারিত আসছে.....
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |