মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ডলার সংকটের প্রভাব পড়েছে সোনামসজিদ বন্দরেও
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:৪৩ PM

ডলার সংকটের প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে। ডলার সংকটের পরিপ্রেক্ষিতে এলসি(লেটার অব ক্রেডিট) সংকটের কারণে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে।

শীত মৌসুম শুরু হলেও বন্দরে ঢুকছে না কোনো ফলের ট্রাক। পাশাপাশি অন্য পণ্য আমদানি হলেও পরিমাণে অনেক কম। এতে কর্মহীন হয়ে পড়েছে বন্দরের কয়েকশ শ্রমিক।

রোববার (২০ নভেম্বর) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে গিয়ে দেখা যায়, বন্দরে যে সংখ্যক শ্রমিক রয়েছে সে অনুযায়ী আসছে না ভারতীয় পণ্যবাহী ট্রাক। এতে শ্রমিকরা অনেকেই শুয়ে-বসে অলস সময় পার করছেন, আবার কেউবা বসে আছেন কাজের আশায়। অনেককে কর্মহীন হয়ে সারাদিন বসে থেকে বাড়ি ফিরতে হচ্ছে। ভারত থেকে প্রতিদিন গড়ে শতাধিক ট্রাক বন্দরে কম প্রবেশ করায় হতাশায় দিন কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা।

পাশাপাশি করোনার পরও যাত্রী পারাপার ভারতের অনীহার কারণে বন্ধ থাকায় এবং এলসি সংকটে ব্যবসায়ীদের আনাগোনা কমে যাওয়ায় বন্দর এলাকার হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ব্যবসাও মুখ থুবড়ে পড়েছে।

এ ব্যাপারে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু বলেন, কিছুদিন থেকে আমাদের এলসিগুলো একটু দেরিতে হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শিগরিই এই সমস্যার সমাধান হবে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু তিনি বলতে রাজি হননি।

এ ব্যাপারে পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মইনুল ইসলাম বলেন, গত মাস থেকেই আমাদের এখানে পণ্য আমদানি কমে গেছে। আগে প্রতিদিন ৩৫০-৪০০ ট্রাক এখানে প্রবেশ করত। আর বর্তমানে ২৫০-২৮০টি ট্রাক প্রবেশ করছে। এতে করে বন্দরের আয় কমে গেছে। ব্যবসা কমে যাওয়ায় বন্দর পরিচালনা খরচ মিটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা দিতেও বেগ পেতে হচ্ছে।

অপরদিকে সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা উদ্ধব চন্দ্র পাল বলেন, কি জন্য পণ্য আমদানি কমেছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বলা যাবে না। তবে গত বছরের তুলনায় চলতি বছরে পণ্য আমদানি কমেছে। গত বছর তাজা ফল আমদানি হয়েছিল ৩১৩ ট্রাক। চলতি বছরে হয়েছে ৭১ ট্রাক। পাথর আমদানি হয়েছিল ২৫৫৯৫ ট্রাক। এবার হয়েছে ২১২৭ ট্রাক। এ্যসোটেড হয়েছিল ২৯ ট্রাক। এবার হয়েছে ৮৩ ট্রাক। অন্যান্য পণ্য গত বছর হয়েছিল ২৯৭০ ট্রাক। এবার হয়েছে ২৬৯৮ ট্রাক।

বাবু/এসএম  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত