মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ফের ফ্রান্স শিবিরে দুঃসংবাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৩:৩৫ PM
ফ্রান্সের বিশ্বকাপ দলে আবারও চোটের হানা। এবার বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন ফ্রান্সের ডিফেন্ডার লুকাস এরনান্দেজ। সংবাদমাধ্যম এএফপি এমন তথ্যই জানিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন এই বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার। ফ্রান্স যদিও এরনান্দেজের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এখনো নিশ্চিত করেনি, তবে অধিনায়ক ও কোচের কথায় অনেকটাই স্পষ্ট, এই ডিফেন্ডারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘোষণা আসা সময়ের ব্যাপারমাত্র।

এই নিয়ে বিশ্বকাপের ফ্রান্সের শুরুর একাদশে থাকতে পারতেন এমন ছয় ফুটবলার চোটে ছিটকে গেলেন। কয়েক দিন আগেই চোটের কারণে ছিটকে গেছেন করিম বেনজেমা। এর আগে ফ্রান্সের এনগোলো কান্তে, পল পগবা, প্রেসনেল কিমপেম্বে এবং ক্রিস্টোফার এনকুকুর বিশ্বকাপও চোটে পড়ে শেষ হয়ে গেছে।

গতকাল রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই চোটে মাঠ ছাড়তে হয় এরনান্দেজকে। অধিনায়ক হুগো লরিস চোটের তীব্রতা তখনই বুঝতে পেরেছিলেন। একের পর এক চোটে দলের প্রথম একাদশের অনেকেরই ছিটকে যাওয়া চিন্তায় ফেলেছে লরিসকে। টটেনহামের এই গোলকিপার বলেছেন, ‘সত্যিই এটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা তখনই বুঝতে পেরেছিলাম, এরনান্দেজের চোট গুরুতর। আরও একটি চোটের হানা, তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই বাধা দল হিসেবে আমাদের আরও শক্তিশালী করবে।’

চোট যে কতটা গুরুতর, সেটা ম্যাচ শেষে দিদিয়ের দেশমের কথায়ই স্পষ্ট ছিল। দেশম বলেছেন, ‘তাঁকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমার কাছে চোট গুরুতরই মনে হচ্ছে। তবে সামনে নিশ্চিত হওয়া যাবে।’ ইতালি ও ব্রাজিল ছাড়া টানা দুইবার শিরোপা জিততে পারেনি কোনো দল। ইতালি এই রেকর্ড গড়েছিল ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপে আর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে। ফ্রান্স এই রেকর্ডে ভাগ বসানোর মিশনে এরই মধ্যে শুরুটা দারুণ করেছে। অলিভিয়ের জিরুর জোড়া গোল, আদ্রেঁয়া রাবিও ও কিলিয়ান এমবাপ্পের গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। তবে এমন জয়ের রাতেও দেশমের চিন্তার কারণ নতুন আরও এক খেলোয়াড়ের চোট।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত