দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে লেনদেন ১১২ কোটি টাকা বেড়ে ৫৪০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। তবে গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইতে সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ কমে ছয় হাজার ২০৭ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে এক হাজার ৩৪৯ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে দুই হাজার ১৮৩ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৪০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৭ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৪৫৭টি শেয়ার ১ লাখ ১১ হাজার ১৩৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২৩০টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বসুন্ধরা পেপার পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির ৬৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫৫ কোটি ৮৫ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৪ কোটি ১৪ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২২ কোটি ২ লাখ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৯৫ লাখ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ৯ দশমিক ৭৩ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ৩৫ শতাংশ, বাঙলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৯৬ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৪ দশমিক ০২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ১৫ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১ দশমিক ৬৪ শতাংশ এবং কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ১ দশমিক ০৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪৬ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে ১০ হাজার ৯৮৮ দশমিক ৫৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে ১৮ হাজার ৩৪০ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ৭৫টির দর। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১ লাখ টাকার, আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩ লাখ টাকার।
বাবু/এসএম