মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ডোমারে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রতন কুমার রায়, ডোমার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৫:৩৩ PM
নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব হরিণচড়া শশীটারি এলাকার ইনসান আলী (৬৭) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি ওই এলাকার মৃত নছিমদ্দিনের ছেলে।

মৃত ইনসান আলীর স্ত্রী মারজিনা খাতুন বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। বুধবার দিবাগত রাতে একসাথে ঘুমাতে যাই। রাত আনুমানিক দুইটার দিকে বিছানায় আমার স্বামীকে দেখতে না পেয়ে বাড়ীর বাইরে আম গাছের সাথে তাকে গলায় ফাঁস অবস্থায় ঝুলে থাকতে দেখি। তারপর আমার চিৎকার শুনে বাড়ীর অন্যান্য লোকজন দৌড়ে বাড়ির বাইরে আসেন।

এ ব্যাপারে হরিণচড়ার ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, আমি প্রায় ১৫বছর ধরে ইনসান আলীকে মানসিক রোগী হিসেবে দেখে আসছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবং তার ছেলে ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত