মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ করালেন ডিসি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৫:৫১ PM
নাটোরে বাল্যবিবাহকে না বলে লাল কার্ড প্রদর্শন করে ৭০০ শিক্ষার্থীকে শপথ করিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শপথ গ্রহণ করানো হয়। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে।

পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল প্রমুখ।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাল্যবিবাহ শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এই বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র। বাল্যবিবাহ না দেওয়ার শর্তে অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত